পৃথিবী আমার কাছে। কবিতা
পৃথিবী আমার কাছে
🖊️Kobita24us🖊️
পৃথিবীটা গোল,মানবের মন কেন পাগল।
পৃথিবীর মায়ায় পড়ে,
সকলকে ছেড়ে,
স্বার্থের কাছে আমরা হয়েছি মত্ত্ব।
স্বার্থ ছাড়া আজ যেন পৃথিবীটা এক মরু অঞ্চল।
ধরার কাছে খেয়েছে যারা ধরা
বুঝতে পেরেছে আজ তারা কোনঠাসা আধমরা।
আরও পড়ুন: "মা২"
তাই বলি,
পৃথিবী চলুক তার নিয়মে,
আমি চলি আমার সময়ে।
যে যাই করুক সে পাবে তার কর্মের ফল একদিন।
আমার কথা আমি এভাবেই বলব,
যে যাই বলুক, আমি আমার নিয়মেই চলব।