"মা"২। কবিতা
"মা"
🖊️Kobita24us🖊️
মা শব্দের ছোট একটি নাম
যার রয়েছে, একূল ওকূল দু কুলের দাম।
একূলে রয়েছে, যার কাছে "মা"
তিনি বড় ভাগ্যমান !
সকল সমস্যার করে দিবে সমাধান।
মা থাকলে' প্রয়োজন নাই কোন ধন।
মা আপনি আজ, কোথায় গেলেন?
কেমন আছেন?
জানিনা মা।
মা আপনার কথা মনে পড়ে খুব,
সকালে, বিকালে, সন্ধায়, রাতে,
যখনি মনে আপনার সেই
আদরের স্মৃতি, মায়া মমতা,
আপনার মত আর কেহ হতে পারবে না সমতা।
আরও পড়ুন: "মা"১
বুকের এক পাশে খালি করে,
কোথায় গেলেন আজ আমাকে ছেড়ে।
এ পৃথিবীতে আজ আমি একা মা,
কোথায় গেলেন আজ আমাকে ছেড়ে।