দেশ মাতৃকা। কবিতা
দেশ মাতৃকা
🖊️কবিতা২৪আস🖊️
মাতৃভূমি আমার গর্ব,
তোমার সীমানায় লালন,
মাতৃভাষা আমার স্বপ্ন,
শব্দে মিশে রয়েছে রঙ।
ভাষা হৃদয়ে বসে,
কথা বলে রঙিন পৃথিবী,
মাতৃভাষা আমার সঙ্গে,
চিরকালের বন্ধু বন্ধু।
মাতৃভূমি আমার জীবন,
তোমার চরণে প্রতিষ্ঠিত,
মাতৃভাষা আমার শক্তি,
কথা বলে জগৎ ভিত্তি।
ভাষা হলো সংস্কৃতির মুকুট,
মাতৃভাষা হলো মন,
একসঙ্গে যোগ করে,
তৈরি করে সকলের প্রাণ।