আমার ইদ

 ইদ মানে আনন্দ,ইদ মানে খুশি আরো কত কি আর সেই ইদে যদি প্রিয়জনের কাছে না যেতে পারেন তখন কি রকম লাগে। যখন আপনে প্রিয় জনকে হারিয়ে ফেলেন তখন সে ইদে আনন্দ আর ইদ থাকে না। ইদ কি তখন বুঝা যায় না।





প্রিয়জনের হারানোর ব্যাথা, ব্যাথিৎ হৃদয় নিয়ে 


প্রিয়জনের কাছে।


 আমার ইদ

🖊️কবিতা২৪আস🖊️ 



ইদ এসেছে শুনছো তুমি, 

এই যে, আসো কোথায় শুনছো তুমি 

বলি কি আমি ইদ এসেছে

এসেছে ইদুল আজহা,

হ্যাঁ তুমি কি করে শুনবে আমার কথা

হঠাৎ  কোন ঝড়ে গেলে তুমি আমাই দিয়ে ব্যাথা।

কত ইদ গেলো এভাবে চলে

তুমি তো আমার কথা গিয়াছো ভুলে।

আমি তোমার স্মৃতি নিয়ে আছি এখন,

তোমার কথা,তোমার ভালোবাসা, তোমার স্নেহ,তোমার  মায়া,তোমার মততা,তোমার দরদ। 


সকল কিছু তোমার,স্মৃতি করে রেখে 

গিয়েছো তুমি না ফেরার দেশে।

জানি এটাই নিয়ম, এই নিয়মের করতে পারবেনা কেহই অনিয়ম।

ইদও যাবে, মাসও যাবে,বছর যাবে চলে

তুমি কি আসবে আর, হাজার কথা বলে। 



হ্যাঁ যারা প্রিয়জনকে হারিয়ে ফেলেছে তারা বুঝবে প্রিয়জনের না থাকা ইদ কেমন হয়।পরিশেষে বলব সকল প্রিয়জনকে যেনো ভালো রাখে মহান আল্লাহ।

আমিন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url